পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনও ভিত্তি নেই

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে বসার এখনও কোনও ভিত্তি নেই। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন একথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মধ্যস্থতায় শান্তি আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলনস্কি শুধু তখনই বৈঠকে বসতে পারেন যখন উভয়পক্ষ তাদের প্রস্তুতি শেষ করবে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা কয়েক মাস ধরে অচল অবস্থায় রয়েছে। অগ্রগতি না হওয়ার জন্য উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে।

পেসকভ বলেন, ইউক্রেনীয় প্রতিনিধিরা যোগাযোগের মধ্যে নেই, কোনও আলোচনা প্রক্রিয়া এখন চলমান নেই।

তিনি আরও বলেন, উভয়পক্ষ তাদের প্রস্তুতি শেষ করতে পারলে তখন পুতিন ও জেলেনস্কির বৈঠক সম্ভব। এটি এখন নেই। ফলে এমন বৈঠকের এখন কোনও সম্ভাবনা নেই।