এশিয়া-প্যাসিফিকেও ন্যাটোর মতো ব্যবস্থা চায় পশ্চিমারা: পুতিন

এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও ন্যাটোর মতো ব্যবস্থা সম্প্রসারণ করতে চায় পশ্চিমা দেশগুলো। মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া স্বাগত ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেনে নেওয়ার চেষ্টা করছে। এ মাসের গোড়ার দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ছিল সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত উসকানি।

এমন সময়ে পুতিন এই মন্তব্য করলেন যার কদিন আগেই জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। দৃশ্যত চীন ও উত্তর কোরিয়ার প্রতি নজর রেখেই গত সপ্তাহে হাওয়াই উপকূলে এই মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তরফে ওই মহড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

পেন্টাগন বলছে, উত্তর কোরিয়ার পাশাপাশি চীনের প্রতি নজর রেখে তারা সম্মিলিত মহড়ার বিষয়টি পুনরুজ্জীবিত করছে। ২০১৭ সালের পর তিন দেশের এই ধরনের মহড়া এটিই প্রথম।