উন্নয়নশীল বিশ্বকে বিনামূল্যে সার দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় বন্দরগুলোতে আটকে পড়া ৩ লাখ টন সার উন্নয়নশীল বিশ্বকে বিনামূল্যে দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া, যদি ইউরোপ রাশিয়ার রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বে রাশিয়ার সার বিক্রি ও সরবরাহ আটকে দিচ্ছে ইউরোপীয় নিষেধাজ্ঞা। ইউরোপ এই নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করেছে।

রাশিয়ার রফতানি থেকে কয়েকটি লজিস্টিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুতিন। তবে তিনি অভিযোগ করেছেন, ব্লকটি শুধু নিজেদের সদস্যদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বার্থপর সিদ্ধান্ত নিয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, শুধু তারাই আমাদের সার কিনতে পারবে। কিন্তু উন্নয়নশীল বিশ্ব ও বিশ্বের দরিদ্র দেশগুলোর কী হবে?

বিশ্ববাজারে রাশিয়ার সার সরবরাহে অনুমতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি চুক্তির আওতায়। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় জুলাই মাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর রাশিয়া সামরিক অবরোধ প্রত্যাহার করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরে। এর ফলে ইউক্রেন খাদ্যশস্য রফতানি করতে পারছে।

পুতিন বলেছেন, ইউরোপীয় কয়েকটি বন্দরে রাশিয়ার ৩ লাখ টন সার আটকে আছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে উন্নয়নশীল বিশ্বে বিনামূল্যে এসব সার পাঠানো হবে।