ইউক্রেন যুদ্ধ

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি, কারণ জানায়নি মস্কো

ইউক্রেনে যুদ্ধে চলা অবস্থায় রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মস্কো। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উপ-প্রতিরক্ষামন্ত্রী বুলগাকভক কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলছেন।

মে মাসের শেষের দিকে ইউক্রেনের মারিউপোল শহরে ভারী হামলার জন্য তাকে দায়ী করেছিল কিয়েভ। মিজিনসেভ প্রতিরক্ষা ব্যবস্থাপনার জাতীয় কেন্দ্রের প্রধান ছিলেন। এখন থেকে তিনি সশস্ত্র বাহিনীর রসদ সরবরাহের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে মস্কো।

ইউক্রেন যুদ্ধে সম্প্রতি রুশ বাহিনী বিপর্যের মুখে পড়ায় ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। প্রায় দুই সপ্তাহ আগে পাল্টা হামলার মুখে পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিতে বাধ্য হয় পুতিনের প্রশাসন।

তবে দিমিত্রি বুলগাকভকে কেন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তা জানায়নি। ধারণা করা হচ্ছে, এই পরিস্থিতির কারণেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে তাকে।