রুশ স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১৩

মধ্য রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামরায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। হামলাকারী আত্মহত্যা করেছে। সোমবার তদন্তকারীরা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের দুই নিরাপত্তারক্ষী ও দুই শিক্ষক এবং অপর ৯ জন হামলায় নিহত হয়েছেন।

তদন্তকারীদের মতে, হামলাকারীর পরনে ছিল নাৎসি চিহ্নযুক্ত পোশাক। তার সঙ্গে কোনও পরিচয়পত্র ছিল না। তদন্তকারীরা পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীর হামলায় আরও ২০ জন আহত হয়েছেন।

উদমুর্ত অঞ্চলে গভর্নর আলেক্সান্ডার ব্রেচালভ নিশ্চিত করেছেন, হতাহতদের মধ্যে শিশুরা রয়েছে।

ইজেভস্ক শহরটি রাশিয়ার উদমুর্ত রিপাবলিকের আঞ্চলিক রাজধানী। শহরটিতে ৬ লাখ ৩০ হাজার মানুষের বসবাস। রাজধানী মস্কো থেকে ১ হাজার কিলোমিটার পূর্ব দিকে শহরটি অবস্থিত।