পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের দাবি রাশিয়ার

পারমাণবিক অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রয়েছে রাশিয়ার। তবে সেই যোগাযোগ ‘বিক্ষিপ্ত’ পর্যায়ের। সোমবার এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

দিমিত্রি পেসকভ বলেন, যথাযথ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। আলাপ আলোচনার জন্য চ্যানেল আছে। কিন্তু সেগুলি খুব বিক্ষিপ্ত।’

ইউক্রেনে রুশ আগ্রাসনের সাত মাসের মাথায় গত ২১ সেপ্টেম্বর এক টেলিভিশন ভাষণে পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘রাশিয়ার অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেবো। যারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমাদের ব্ল্যাকমেইল করতে চায়, তাদের জানা উচিত যে, পাল্টা বাতাস তাদের দিকেও যেতে পারে। ব্ল্যাকমেইল অব্যাহত থাকলে মস্কো তার বিশাল অস্ত্রাগারের শক্তি নিয়ে জবাব দেবে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণতি হবে ‘বিপর্যয়কর’।