গ্যাসের বাজার স্থিতিশীলে কাতারের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৈশ্বিক গ্যাসের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে কাতারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী রাশিয়া। শুক্রবার এক ফোনালাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে একথা বলেছেন তিনি। ক্রেমলিনকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ক্রেমলিন বলেছে, আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

রবিবার কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করেছিল রাশিয়া। কিন্তু এবার ইউক্রেনে আক্রমণের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছে ফিফা।