রাশিয়ার সামরিক নেতাদের উৎখাতের হুমকি ওয়াগনারের

রুশ ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন মস্কোর সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়েছেন। তার বাহিনীর যোদ্ধাদের ওপর হামলা হয়েছে দাবি করে, এর সঙ্গে জড়িত সামরিক নেতাদের উৎখাত করবেন বলে জানান। ইতোমধ্যে রাশিয়ার সীমান্তবর্তী ‘রোস্তভ-অন-ডন’ শহরে ঢুকছে তার সশস্ত্র যোদ্ধারা। এ অবস্থায় প্রিগোজিনকে ‘বিদ্রোহী’ হিসেবে ঘোষণা করেছে মস্কো। 

ইউক্রেন থেকে সীমান্ত দিয়ে তার যোদ্ধারা দলে দলে প্রবেশ করছে রাশিয়ার রোস্তভ-অন-ডন নগরে। পরিস্থিতি খুব একটা ভালো না– বিষয়টি আঁচ করতে পেরে সামরিক বাহিনী নামিয়েছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বাসিন্দারা। হুট করে থমথমে পরিস্থিতি রাশিয়ায়। ওয়াগনারের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাদের শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন ৬২ বছর বয়সী এই দলনেতা।

ওয়াগনারের অভিযোগ কী?

শুক্রবার প্রিগোজিন এক অডিও বার্তায় কোনও প্রমাণ না দেখিয়ে অভিযোগ করেছেন, তার একটি ক্যাম্পে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ওয়াগনারের অনেক সদস্য নিহত হয়েছেন। এতে জড়িত রুশ সামরিক বাহিনী।

টেলিগ্রামে পোস্ট করা একটি অডিও বার্তায় তিনি আরও বলেছেন, ‘যারা আমাদের ছেলেদের হত্যা করেছে, এবং (ইউক্রেনের যুদ্ধে) হাজার হাজার সেনাদের জীবন দিতে হয়েছে, এর জন্য তাদের শাস্তি দেওয়া হবে। এটা কোনও সামরিক অভ্যুত্থান না।’

বদলা নিতেই তার বাহিনীকে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন প্রিগোজিন। যদিও ওয়াগনার প্রধানের দাবি প্রত্যাখ্যান করে তার ঘোষণাকে 'অবৈধ কর্মকাণ্ড' অ্যাখ্যা দিয়েছে মস্কো।