ইউক্রেনে সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এর জেরে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নাজুক। যদিও গাড়ির বাজার বিশ্লেষণকারী সংস্থা অটোস্ট্যাট বুধবার জানিয়েছে, ২০২২ সালের মন্দা কাটিয়ে সেপ্টেম্বরে রাশিয়ায় গাড়ি বিক্রি বেড়েছে ১৪৮.৬ শতাংশ।
২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে বিশ্বের বাঘা বাঘা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের দাপট ছিল রাশিয়ায়। কিন্তু ইউক্রেনে হামলার জেরে বেশিরভাগ পশ্চিমা কোম্পানি মুখ ফিরিয়ে নেয়। এতে গাড়ির বাজারে ধস নামায় নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতেও। এই সুযোগটি কাজে লাগিয়েছে চীনা নির্মাতাপ্রতিষ্ঠানগুলো। বর্তমানে চীনা সস্তা গাড়িতে আগ্রহ দেখাচ্ছে রাশিয়ানরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হাভাল, চেরি এবং গিলির মতো চীনা ব্র্যান্ডগুলো রুশ বাজারে নিজেদের মেলে ধরায় বিক্রি বেড়েছে কয়েকগুণ।
পরামর্শক সংস্থা পিপিকেকে উদ্বৃত দিয়ে অটোস্ট্যাট জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়ার অটো শিল্পখাতে ধস নামে। ২০২২ সালে অনেক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান চলে যাওয়ায় বিক্রি ৫৯ শতাংশে নামে। সূত্র: আল জাজিরা, রয়টার্স