সিরিয়ায় যুদ্ধরত ব্রিটিশ সেনাদের প্রথম ছবি প্রকাশ

সিরিয়া ভূখণ্ডে যুদ্ধরত ব্রিটিশ সেনাদের প্রথম ছবি প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার ছবিটি প্রকাশ করে। ছবিটি তোলা হয়েছিল জুন মাসে।

মনে করা হচ্ছে, সিরিয়া ভূখণ্ডে যুদ্ধরত ব্রিটিশ সেনাদের এটাই প্রথম ছবি। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হামলার ঘটনাস্থলে ব্রিটিশ স্পেশাল ফোর্সের সদস্যদের ছবিতে দেখা যায়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ব্রিটিশ স্পেশাল ফোর্সের সদস্যরা থালাব নামক দূরপাল্লার টহল যানে বসে আছে। যানটি সিরিয়া-ইরাক সীমান্তে বিদ্রোহীদের একটি ঘাঁটির কাছাকাছি অবস্থান করছে। টয়োটা মোটরের দুর্গম অঞ্চলে চলাচলের জন্য থালাব বিশেষভাবে তৈরি যান। এ ধরনের যানটি জর্ডানে তৈরি করা হয়েছে ধারণা করা হচ্ছে।

বিবিসির তথ্য অনুসারে, আইএসের হামলার পর বিদ্রোহীদের একটি ঘাঁটির সুরক্ষা দিচ্ছিলো ব্রিটিশ সেনারা। তারা ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল, স্নাইপার রাইফেল ও ভারী সামরিক সরঞ্জাম বহন করছিল।

ব্রিটিশ সেনারা সেখানে রক্ষণাত্মক অবস্থায় আছে। নিউ সিরিয়ান আর্মির মুখপাত্র স্বীকার করেছেন, ব্রিটিশ স্পেশাল ফোর্স তাদের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ছবিটির ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়া ও ইরাকে ব্রিটিশ বোমা হামলা সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালেই গঠিত হয় নিউ সিরিয়ান আর্মি। সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াই করছে সংগঠনটি। সংস্থাটিকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। এ সংগঠনটি সিরিয়ার আসাদ সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠী বলেও পরিচিত। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/