মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে’র ঈদের শুভেচ্ছা

ব্রিটেন ও বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে। ঈদের দিনটি মুসলমানদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন তিনি। ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বাংলা ট্রিবিউনকে প্রেরিত এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি এই উৎসব মুসলমানদের জন্য চমৎকার উপলক্ষ যখন পরিবারের সবাই একসঙ্গে প্রার্থনা ও আনন্দ উৎসবে মেতে ওঠেন।’

শুভেচ্ছা বার্তায় টেরিসা মে উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন, ব্রিটেনের মুসলমানরাও বিভিন্ন ভাবে এই বিশেষ দিনে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে।যা ব্রিটিশ সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তিনি বলেন, ‘ব্রিটিশ মুসলমানরা সাহস ও দক্ষতার সঙ্গে যেমন ব্রিটেনে মাল্টি মিলিয়ন পাউন্ডের ব্যবসা পরিচালনা করে তেমনি সশস্ত্র বাহিনীতে যুক্ত হয়ে দেশ সেবায় নিয়োজিত রয়েছে। আমি দেখেছি ব্রিটিশ মুসলিম কমিউনিটি অপেক্ষাকৃত ভাগ্যবঞ্চিতদের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’

সিরিয়া ও ইরাকে চলমান সংকটে ব্রিটেনের সহায়তা অব্যাহত রাখতে মুসলিম কমিউনিটির অবদানের কথা উল্লেখ করে টেরিসা মে বলেন, ‘এ পর্যন্ত ব্রিটেন ২ বিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও সহায়তা দেবে ব্রিটেন।’

প্রধানমন্ত্রী হিসেবে টেরিসা মে মনে করেন, সামনের দিনগুলোতে সবাই এক সঙ্গে কাজ করলে, রাষ্ট্রের সব নাগরিক সমান সুবিধা ভোগ করতে পারবে। এটা নিশ্চিত করাই তার সরকারের অন্যতম লক্ষ্য।

ডাউনিং স্ট্রিটে দায়িত্ব নেওয়ার পর টেরিসা মে বলেছিলেন, তিনি এমন একটি দেশ গড়তে চান, যেখানে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা যাবে।তার সরকার সেই অঙ্গীকার নিয়েই কাজ করে যাবে।

ব্রিটিশ সোসাইটিতে মুসলিমদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে টেরিসা মে বলেন, ‘ব্রিটেন সব ধর্মের ও মতের মানুষের আবাসস্থল হওয়ায় আমি গর্বিত।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার ভিডিও:

/এএ/