ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হওয়ার কথা অস্বীকার করলেন টনি ব্লেয়ার

টনি ব্লেয়ার ও ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হওয়ার খবর অস্বীকার করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেইল দাবি করেছিল, গত ট্রাম্পের জামাতা ও অন্যতম উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন ব্লেয়ার। এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত হতে রাজি হয়েছেন ব্লেয়ার।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, টনি ব্লেয়ারের মুখপাত্র গোপন বৈঠক ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হওয়ার খবরটি ‘মনগড়া’।

এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত হওয়ার কোনও সুযোগ নেই ব্লেয়ারের। নতুন প্রেসিডেন্টের হয়ে কাজ করা নিয়েও কোনও আলোচনা হয়নি। তিনি ১০ বছর ধরে শান্তি প্রক্রিয়ার জন্য কাজ করছেন। ব্লেয়ার তা অব্যাহত রাখবেন। তিনি তা নীরবেই কাজ করে যাচ্ছেন। এবং এভাবেই তিনি তা করে যাবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর টনি ব্লেয়ার কুয়ারটেট নামক সংগঠনের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূতের দায়িত্ব নেন। এ সংগঠনটি মধ্যপ্রাচ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘের মধ্যে সমঝোতার জন্য কাজ করে যাচ্ছে।

দ্য মেইলের খবরে দাবি করা হয়েছিল, সেপ্টেম্বর থেকে গত সপ্তাহ পর্যন্ত অন্তত তিন বার জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে টেলিগ্রাফ জানিয়েছিল, ব্লেয়ার নিউ ইয়র্কে একটি অভিজাত রেস্তোরাঁয় নৈশভোজ করেছিলেন। সূত্র: টেলিগ্রাফ।

/এএ/