হামলার সময় পার্লামেন্টের ভেতরেই ছিলেন টিউলিপ

ব্রিটিশ পার্লামেন্টে হামলার সময় ভেতরেই ছিলেন ব্রিটিশ এমপি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। তবে হামলায় তার কোনও ক্ষতি হয়নি এবং তিনি নিরাপদ আছেন। টুইটারে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

টিউলিপ সিদ্দিকের টুইট

টুইটে টিউলিপ লিখেছেন, ‘আমি নিরাপদ আছি। সংসদের সেফরুমের ভেতরে আটকা আছি। ইন্টারনেট সুবিধা অনেক দুর্বল। সবার ইতিবাচক বার্তার জন্য ধন্যবাদ।’

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের বাইরে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় ৪ জন নিহত হয়েছেন। ছুরি হাতে এক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। হামলার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। হামলায় ছুরিকাঘাতে এক পুলিশেরও মৃত্যু হয়েছে। এছাড়া পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়। এতে দুই পথচারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

/এএ/