হামলায় অজ্ঞান মা’কে বাঁচিয়ে দিলো ৪ বছরের শিশু

 

11ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সংঘটিত ‘সন্ত্রাসী হামলা’য় চেতনা হারানো এক মা’কে বুদ্ধির জোরে বাঁচিয়ে দিয়েছে চার বছরের শিশু সন্তান। লন্ডনের পুলিশ জানিয়েছে, মায়ের সেল ফোন ব্যবহার করে ৯৯৯ ফোন করে ওই শিশু। ফোন পেয়ে  পুলিশ ছুটে এসে তার মাকে রক্ষা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর খবর থেকে এসব কথা জানা গেছে।

ব্রিটিশ পার্লামেন্টের ওই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৪ জন। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ২০ জন আহত হওয়ার খবর দিয়েছে। লন্ডন মেট্রোপলিট্রন পুলিশ ঘটনাকে ‘জঙ্গি হামলা’ আখ্যা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই হামলার পর নিজের বুদ্ধিদীপ্ত পদক্ষেপে মাকে বাঁচিয়ে দেওয়া শিশুর নাম রোমান। তার সঙ্গে কথোপকথনটি জনসম্মুখে প্রকাশ করেছে লন্ডন পুলিশ। শিশুদের  পরিচয়-ঠিকানা চেনা এবং জরুরি ফোন নম্বর মনে রাখতে শেখার গুরুত্ব সবার সামনে হাজির করতেই ক্লিপটা প্রকাশ করেছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান মার্ক রওলি জানিয়েছেন, পার্লামেন্ট ভবনে হামলা চালাতে ওঁৎ পেতে থাকা এক হামলাকারীর ছুরিকাঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

এছাড়া আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন ওয়েস্ট মিনিস্টার গেটের হামলায়। সেখানে পথচারীদের ওপর দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হামলা করা হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।

/বিএ/