সিরিয়ায় প্রাণহানির জন্য রাশিয়াকে দায়ী করল যুক্তরাজ্য

স্যার মাইকেল ফেলনসিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলায় ব্যাপক প্রাণহানির জন্য রাশিয়াকে দায়ী করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফেলন দাবি করেছেন, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করে রাশিয়া। এজন্য নিহতের দায় রাশিয়াকেই নিতে হবে। রবিবার ফেলরন একটি কলামে এ কথা বলেছেন।

মঙ্গলবারের হামলাকে বর্বর উল্লেখ করে মাইকেল ফেলন বলেন, ‘রাসায়নিক হামলার প্রেক্ষিতে মার্কিন মিসাইল হামলার সিদ্ধান্ত একদম সঠিক ছিল।’ তিনি আরও বলেন, ‘রাশিয়ার নজরে থাকা অবস্থাতেই সিরিয়া এমন কাজ করল। বিগত বছরগুলোতে তাদের সামনে যুদ্ধ থামানোর সুযোগ এসেছিল কিন্তু তারা সেটা করেনি।’

এই মুহূর্তে সিরিয়ায় আসাদবিহীন সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘টমাহক মিসাইল নিক্ষেপে সিরিয়াকে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। এখন রাসায়নিক হামলা চালানোর আগে দ্বিতীয়বার ভাববে সিরিয়া। এখন এর দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন।’

ফেলন বলেন, যে রাসায়নিক গ্যাস দিয়ে নিরীহ মানুষ মারতে পারে সে কখনও একটি দেশের নেতা হতে পারে না।

শুক্রবার সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন মিসাইল হামলার পর রুশ-মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নির্ধারিত মস্কো সফর বাতিল করেননি। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন পূর্বনির্ধারিত মস্কো সফর বাতিল করেছেন। সূত্র: বিবিসি।

/এমএইচ/এএ/