গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ড: কর্পোরেট হত্যাকাণ্ডের অভিযোগ বিবেচনা করছে পুলিশ

_97104776_419576d5-018c-451c-a9f7-94155de03623লন্ডনের ভয়াবহ গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের বিষয়টি কর্পোরেট হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে ব্রিটিশ পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা দাবি করেছেন, এমন অভিযোগ আনার মতো প্রমাণ রয়েছে তাদের কাছে। ফলে সিটি কাউন্সিল ও ভবন কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

শুক্রবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে কর্পোরেট হত্যাকাণ্ডের অভিযোগ আনার বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারীরা অনেকের সঙ্গে কথা বলেছেন ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ চেলসি ও কেনিংস্টোনের রয়্যাল বরো ও চেলসি টেনাসি ম্যানেজমেন্টকে সবকিছু জানিয়েছে। সংশ্লিষ্ট প্রত্যেকটি সংগঠন কর্পোরেট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। ২০০৭ সালের কর্পোরেট হোমিসাইড আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

বৃহস্পতিবার আরেকটি বিবৃতিতে পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে আরও সময় লাগবে।

নতুন কাউন্সিল নেতা এলিজাবেথ ক্যাম্পবেল অগ্নিকাণ্ডের কারণ জানতে পুলিশের জবাবের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা মেট্রপলিটন পুলিশের তদন্তে পূর্ণ সমর্থন জানাই। আগে থেকে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

উল্লেখ্য, ১৪ জুন নর্থ কেনিংস্টনে গ্রেনফেল টাওয়ারে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনাটি কর্পোরেট হত্যাকাণ্ড হয়ে থাকলে দায়ী ব্যক্তিরা বিভিন্ন অংকের জরিমানার সম্মুখীন হতে পারেন। তবে কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে হয়ত অভিযোগ আনা সম্ভব নাও হতে পারে। সূত্র: বিবিসি।

/এমএইচ/এএ/