ব্রিটেন ও ইইউ’র মুক্ত চলাচল বন্ধ হবে ২০১৯ সালের মার্চে

20170731T105441Z_1_LYNXMPED6U0O7_RTROPTP_3_BRITAINTOURISMইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের মধ্যে অবাধ চলাচল ২০১৯ সালের মার্চ মাসে শেষ হবে। ওই সময়ে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাবে। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র মুখপাত্র এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছিলেন, ব্রিটেনের ইইউ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর অভিবাসননীতির আশু পরিবর্তন হবে না। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের বক্তব্য অর্থমন্ত্রীর সঙ্গে সাংঘর্ষিক।

থেরেসা মে’র মুখপাত্র সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের মার্চে অবাধ ও মুক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। তিনি জানান, ব্রিটিশ সরকার ইতোমধ্যে ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ নাগরিকদের অধিকার নিয়ে একটি প্রস্তাব তৈরি করেছে।

মুখপাত্র আরও বলেন, ব্রেক্সিট পরবর্তী অভিবাসন ব্যবস্থা সামনে নিয়ে আসা হবে। এখনকার মতো মুক্ত চলাচল অব্যাহত থাকবে, এমন ধারণা ভুল।

ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের ভিন্ন ভিন্ন মত থেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এই প্রেক্ষিতে মুখপাত্র জানান, জানুয়ারিতে থেরেসা মে যে ব্রেক্সিট পরিকল্পনা তুলে ধরেছিলেন সরকারের পরিকল্পনা সেটাই বহাল আছে। সূত্র: রয়টার্স।

/এএ/