রোহিঙ্গা সংকট নিয়ে সু চি’র সঙ্গে জনসনের বৈঠক

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রোহিঙ্গা সংকট নিয়ে চাপ দিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র সঙ্গে বৈঠক করেছেন। রবিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

চারদিনের এশিয়া সফরের অংশ হিসেবে মিয়ানমার রয়েছেন জনসন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি দেশটির ডি ফ্যাক্টো নেত্রী সু চি’র সঙ্গে কথা বলেন। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর নিধনযজ্ঞ, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছেন সু চি। বিশেষ করে সংকট মোকাবিলায় সু চি’র পদক্ষেপ সমালোচিত হচ্ছে।

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর সু চি’র সঙ্গে বৈঠকে বসেন জনসন। ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে এইসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, বৈঠকে সু চি ও জনসন রাখাইন রাজ্যের সর্বশেষ অবস্থা নিয়ে খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করেন। আলোচনায় ছিল যেসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যাবাসনের বিষয়টি।

রবিবারই জনসন রাখাইন রাজ্য পরিদর্শন করার কথা রয়েছে। এরপর তিনি ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন।