পার্লামেন্টে মুক্ত ভোটের অধিকার চান কনজারভেটিভ পার্টির এমপিরা

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি সফল না হওয়ায় বিকল্প হিসেবে দ্বিতীয় গণভোট আয়োজনে সমর্থন রয়েছে কনজারভেটিভ পার্টির সিনিয়র এমপিদের। আর এজন্য পার্লামেন্টে যদি কোনও ভোট হয় তাহলে সেখানে মুক্তভোট দেওয়ার সুযোগ দিতে থেরেসা মে’র প্রতি আহ্বান জানিয়েছেন টরি এমপিদের একাংশ।

4096

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আস্থাভোটে প্রধানমন্ত্রিত্ব টিকে গেলেও থেরেসা মে’র শাসন করা কঠিন হবে বলে মনে করছেন অনেক টরি এমপি। কারণ আস্থাভোটের মধ্য দিয়ে থেরেসা মে’র কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ব্রেক্সিট সংকট থেকে উত্তরণে সম্ভাব্য বিকল্প দ্বিতীয় গণভোটের কথা অনেক এমপিই বিবেচনা করছেন। এজন্য পার্লামেন্টে কোনও প্রস্তাবের মত জানানোর সময় তারা মুক্ত ভোট অর্থাৎ তাদের স্বাধীন ইচ্ছামতো ভোট দেওয়ার অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক এমপি বলেন, পার্লামেন্টে যখন বিলটি সমর্থন আদায়ে ব্যর্থ হবে তখন সরকারের কোনও নির্দিষ্ট অবস্থান থাকবে না এবং আমরা মুক্ত হয়ে যাব।

মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই বৈঠকে সম্ভাব্য সব বিকল্প বিবেচনা করার প্রস্তুতি নিচ্ছেন মন্ত্রিরা। এর আগে যদিও থেরেসা মে নো ডিল, সফট ব্রেক্সিট ও দ্বিতীয় গণভোটের মতো বিকল্পগুলো প্রত্যাখ্যান করেছেন থেরেসা মে। তবু অনেক মন্ত্রী এগুলোকেই সম্ভাব্য বিকল্প হিসেবে দেখছেন।

এমপিরা বলছেন, মুক্ত ভোট দেওয়ার সুযোগ হলে দলের মধ্যকার অনেক উত্তেজনা নিরসন হবে। এতে করে ব্রেক্সিটের পক্ষে কট্টরপন্থীরা দল থেকে বের হয়ে নতুন দল গঠনের সুযোগ পাবেন।