ব্রিটিশ লেবার পার্টিতে ভাঙন, ৭ এমপির পদত্যাগ

ব্রিটিশ বিরোধী দল লেবার পার্টি থেকে সাত জন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। দলের বর্তমান নেতা জেরেমি করবিনের প্রতি অনাস্থা, ব্রেক্সিট বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান এবং ইহুদিবিরোধিতার বিষয়ে মতানৈক্যের কারণে তাদের এই দলত্যাগের সিদ্ধান্ত। তাদের অভিযোগ, লেবার পার্টি ‘প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী।’ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, পদত্যাগী ব্যক্তিরা স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। তাদের পদত্যাগের বিষয়ে দলের প্রধান জেরেমি করবিন মন্তব্য করেছেন, ‘এটা হতাশাজনক।’Untitled
লেবার পার্টির পদত্যাগী সদস্যরা হচ্ছেন, মাইক গ্যাপস, চুকা উমুনা, লুসিয়ানা বার্গার, গ্যাভিন শুকার, অ্যাঞ্জেলা স্মিথ, ক্রিস লেসলি ও অ্যান কফি। আপাতত ‘ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ’ হিসেবে পরিচিত হতে চাইলেও সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, ভবিষ্যতে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন তারা।
মাইক গ্যাপস এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘পঞ্চাশ বছর পর আজ সকালে আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করেছি। ২৭ বছর ধরে আমি যে আমার সংসদীয় আসনের প্রতিনিধি হয়ে কাজ করতে পেরেছি, তার জন্য আমি গর্বিত। ভবিষ্যতেও আমি একটি স্বাধীন গ্রুপের অংশ হিসেবে এই আসনের জনগণের প্রতিনিধিত্ব করে যেতে চাই।’
চুকা উমুনা লিখেছেন, ব্রিটিশ রাজনীতির যে অচলাবস্থা তার লক্ষণ দেখা গেছে লেবার পার্টির রাজনীতিতেও। এমন সময়ে কিছু মৌলিক বিষয়ে পরিবর্তন আনা দরকার, দরকার একটি বিকল্প তৈরির।
এদিকে কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে দলটির চেয়ারম্যান ব্র্যান্ডন লুইস মন্তব্য করেছেন, ‘পদত্যাগী লেবার পার্টির সদস্যদের ভাষ্য থেকেই জানা যাচ্ছে, ব্রিটিশ লেবার পার্টি, জেরেমি করবিনের পার্টি হয়ে উঠেছে। জেরেমি করবিন তার দলের সঙ্গে যা করেছেন তা যেন তিনি আমাদের দেশের সঙ্গে করার সুযোগ না পান।’
উল্লেখ্য, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির অনেক সদস্য প্রধানমন্ত্রী মন্ত্রী থেরেসা মের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আয়োজন করতে হয়েছিল আস্থা ভোটের।
লন্ডনের মেয়র সাদিক খান মন্তব্য করেছেন, সংশ্লিষ্ট সাত সদস্যের পদত্যাগের কারণে দিনটি লেবার পার্টির জন্য অত্যন্ত ‘দুঃখের’ দিন। পদত্যাগী সংসদ সদস্যরা সবাই তার ‘বন্ধু’ উল্লেখ করে সাদিক খান নিশ্চিত করেছেন, তিনি লেবার পার্টির সঙ্গেই থাকবেন।