যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যানে নেই কেয়ার হোমে মৃতরা

করোনাভাইরাস মহামারিতে যুক্তরাজ্যের সরকারি মৃতের তালিকায় নেই দেশটির বিভিন্ন কেয়ার হোমে করোনায় আক্রান্ত বা সন্দেহজনক করোনা আক্রান্তদের তথ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব কেয়ার হোমে মৃতের সংখ্যা প্রায় এক হাজার। তবে সরকারি তথ্যে তা অনেক কম দেখানো হয়েছে।

3096
কেয়ার ইংল্যান্ড জানিয়েছে, করোনা আক্রান্ত ও সন্দেহজনক করোনা রোগী হিসেবে বিভিন্ন কেয়ার হোমে মৃত্যু হয়েছে প্রায় এক হাজার মানুষের।
এই খাতের সংশ্লিষ্টরা জানান, দেশটির প্রায় অর্ধেক কেয়ার সেন্টারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এসব কেন্দ্রগুলোতে প্রায় ৪ লাখ মানুষের দেখাশোনার করা হয়। তবে যুক্তরাজ্য সরকারের প্রধান মেডিক্যাল কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি দাবি করেছেন, মাত্র ৯ শতাংশ কেয়ার হোমে করোনা আক্রান্ত পাওয়া গেছে।
কেয়ার ইউকে'র প্রধান নির্বাহী অধ্যাপক মার্টিন গ্রিন বলেন, মৃতদের তালিকায় অনেকেই অন্তর্ভুক্ত হচ্ছেন না। হয়ত এখনও সহস্রাধিক মৃত্যু হয়নি। কিন্তু তা সেখানে পৌঁছাচ্ছে। কেয়ার হোমগুলোতে মৃত্যুর হার যথাযথ পর্যালোচনা দরকার। সরকারের এসব তথ্য সংগ্রহ করা উচিত।
খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাব করোনায় মৃতদের যে পরিসংখ্যান প্রকাশ করে তাতে জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) হাসপাতালে মৃতদের কথা তুলে ধরা হয়। শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৭ হাজার ৯৯৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ।