যুক্তরাজ্যে দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙে সাগরে ফেললো বিক্ষোভকারীরা

যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা ১৭ শতকের এক দাস ব্যবসায়ীর মূর্তি ভেঙে ফেলেছে। এরপর তা রাস্তা দিয়ে টেনে সাগরে ফেলে দেওয়া হয়েছে। রবিবার ব্রিস্টলে বিক্ষোভ চলাকালে এই নাটকীয় ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

200607124927-02-edward-colston-bristol-statue-0607-exlarge-169

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বর্ণবাদবিরোধী আন্দোলন ইউরোপেও ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লন্ডন, ব্রিস্টল, গ্লাসগো, এডিনবার্গ, নটিংহ্যাম ও ম্যানচেস্টারসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ চলছে। লন্ডনে বিক্ষোভে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত ও ১২ বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন।
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের এই শহরে জমায়েত হওয়া বিক্ষোভকারীরা দাস ব্যবসায়ী এডওয়ার্ড কোলস্টনের মূর্তি প্রথম রশি দিয়ে টেনে ভেঙে ফেলে। মূর্তিটি উপড়ে ফেলার সময় জমায়েত হওয়া মানুষেরা উল্লাস ও মূর্তিতে হাঁটু গেড়ে বসে। পরে তা ব্রিস্টল বন্দরে নিয়ে সাগরের পানিতে ফেলা হয়।
এডওয়ার্ড কোলস্টন ১৬ শতকের শেষ দিকে দাস ব্যবসা করে প্রচুর সম্পদের মালিক হয়েছেন। ১৮৯৫ সাল থেকে শহরটিতে তার মূর্তিটি রয়েছে। তবে বহুবর্ণের শহরে এটির উপস্থিতি দিন দিন বিতর্কিত হচ্ছিল।
মূর্তিটি ভাঙার ভিডিও যুক্তরাজ্যে ভাইরাল হয়ে গেছে। তবে বরিস জনসনের সরকারের অনেকেই এর নিন্দা করেছেন।