মারা গেলেন শান্তিতে নোবেলজয়ী জন হিউম

শান্তিতে নোবেলজয়ী ও নর্দার্ন আয়ারল্যান্ডের জনপ্রিয় রাজনীতিবিদ জন হিউম মারা গেছেন। সোমবার লন্ডনডেরির ওয়েনমোর নার্সিং হোমে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। তিন দীর্ঘদিন ঘরে অসুস্থ ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_103051095_john_hume_

জন হিউম স্যোশাল ডেমোক্র্যাটিক অ্যান্ড লেবার পার্টির (এসডিএলপি) অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৭০ সালে এসডিএলপি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সাল থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত তিনি এসডিএলপি পার্টির নেতৃত্ব দিয়েছেন।

১৯৯৮ সালে স্বাক্ষরিত গুড ফ্রাইডে চুক্তির শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শাসনামলে ওই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৮ সালে শান্তি চুক্তির পরই নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন জন হিউম।

এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, জন ছিলেন একজন স্বামী, একজন বাবা, একজন দাদা, একজন প্রপিতামহ ও একজন ভাই। তাকে সবাই ভালোবাসতেন। তার মৃত্যু পরিবারের বাইরেও মানুষকে শোকাহত করবে।