রো‌জিনার মু‌ক্তির দাবিতে লন্ড‌নে প্রতীকী কর্মবির‌তি, মানববন্ধন

সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মের মু‌ক্তি ও নির্যাত‌নের প্রতিবা‌দে মঙ্গলবার লন্ড‌নে ইউকে-বাংলা প্রেসক্লা‌বের উদ্যোগে সাংবা‌দিক‌রা প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পুর্ব লন্ড‌নের আলতাব আ‌লী পা‌র্কে শহীদ মিনার চত্ব‌রে স্থানীয় সময় বেলা দুইটায় এ কর্মসুচি শুরু হয়।

প্রেসক্লাব সভাপ‌তি কে এম আবু তা‌হের চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর প‌রিচালনায় মানববন্ধন শে‌ষে সমা‌বে‌শে দলমত নি‌র্বিশে‌ষে ক‌মিউনিটির বিভিন্ন সংগঠন ও বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ এতে যোগ দি‌য়ে সংহ‌তি প্রকাশ ক‌রেন।

সমা‌বে‌শে বক্তারা প্রথম আলোর সি‌নিয়র রিপোর্টার রো‌জিনা ইসলামের দ্রুত মু‌ক্তির দাবি জানান। তারা ব‌লেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে রেখে হেনস্তা, মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিবিরোধী সাংবা‌দিকতাকে বাঁধাগ্রস্ত করাই এস‌বের উদ্দেশ্য।

সমা‌বে‌শে সংহ‌তি জা‌নি‌য়ে অন্যানের ম‌ধ্যে যোগ দেন ও বক্তব্য রা‌খেন ব্যারিস্টার না‌জির আহমদ, রহমত আলী, আব্দুল মু‌নিম ক্যারল, রিয়াদ হাসান, প্রেসক্লাব সহ-সভাপ‌তি বিপ্লব কুমার পোদ্দার,‌ আহাদ চৌধুরী বাবু, সময় টি‌ভির সো‌য়েব কবীর, মোস্তাক বাবুল, বাংলা ভিশ‌নের আব্দুল হান্নান, বাংলা‌দেশ প্রতি‌দি‌নের আসম মাসুম, আব্দুল বা‌ছিত বাদশা,
যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আজিজুল আম্বিয়া, ট্রেজারার সাইদুল ইসলাম, সাংবা‌দিক মাহবুব সু‌য়েদ, মিনহাজুল আলম মামুন, মাহমুদুর রহমান শানুর, এনাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম অভি, জয়নাল আবে‌দিন, ইউসুফ জাকা‌রিয়া খান, মে‌হেদি হাসান মারুফ,‌ মিছবাউর রহমান, আতিয়া বেগম, তাহমিনা আক্তার প্রমুখ।