ব্রিটিশ রানির সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৩ জুন যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শিল্পোন্নত দেশগুলো নিয়ে গড়া জোট জি-৭-এর আসন্ন সম্মেলন এবার ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলছে। এই উপলক্ষে দেশটি সফর করবেন বাইডেন দম্পতি। এই বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো বড় কোনও সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বাইডেন।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ১২তম মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। সবশেষ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ ১৯৫১ সালে রাজকন্যা থাকা অবস্থায় প্রথমবার কোনও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন। শুধু লেনডন বি জনসনকে বাদে নির্বাচিত সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই সাক্ষাৎ করেছেন এলিজাবেথ।

রানি এলিজাবেথের সঙ্গে কী বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।