৬০ শতাংশ বেশি সংক্রামক ভারতীয় স্ট্রেইন, কমায় টিকার কার্যকারিতা

করোনাভাইরাসের ব্রিটিশ ভ্যারিয়েন্টের চেয়ে ৬০ শতাংশ বেশি সংক্রামক ভারতীয় স্ট্রেইন। এমনকি এটি ভ্যাকসিনের কার্যকারিতাও কমিয়ে দেয়। শুক্রবার যুক্তরাজ্যের কেন্টে অবস্থিত পাবলিক হেলথ ইংল্যান্ডের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

যুক্তরাজ্যের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, ‘পাবলিক হেলথ ইংল্যান্ডের এক নতুন গবেষণায় দেখা গেছে, করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্টের চেয়ে ৬০ শতাংশ বেশি সংক্রামক ভারতীয় ডেল্টা স্ট্রেইন। এর ডাবলিং রেট ৪ দশমিক ৫ থেকে ১১ দশমিক ৫ দিন হতে পারে বলে মত গবেষকদের।

বর্তমান সংক্রমণ সংখ্যা কতদিনে দ্বিগুণ হবে; সেই হিসাবকে বলা হয় ডাবলিং রেট।

এর আগে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এক গবেষণাতেও দাবি করা হয়েছিল, যুক্তরাজ্যে যে আলফা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা হয়েছিল, তার থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় স্ট্রেইন প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক।

এদিকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন থেকে তৈরি হওয়া অ্যান্টিবডির প্রভাব ভারতীয় ভ্যারিয়েন্টের ওপর মাত্র ৩২ শতাংশ কার্যকর বলে জানা গেছে। তাই এই ভ্যারিয়্যান্টের সংক্রমণ রুখতে ভ্যাকসিনের উভয় ডোজের মধ্যে ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা।

এই ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতের সব রাজ্যেই ছড়িয়ে পড়েছে। তবে এর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা ও তেলাঙ্গানাতে। সূত্র: হিন্দুস্তান টাইমস।