বিধিনিষেধ শিথিল করলে চরম মূল্য দিতে হবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধ শিথিল করলে চরম মূল্য দিতে হবে জানিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেসব দেশ এখনই স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে কিংবা যাওয়ার পরিকল্পনা নিচ্ছে একে মারাত্মক ভুল সিদ্ধান্ত অ্যাখা দিয়েছেন সংস্থাটির বিশেষজ্ঞরা।

করোনার সংক্রমণ কোনও দেশে কমছে আবার কোথাও বাড়ছে। এরমধ্যে করোনার অতিসংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ডেল্টা প্লাস ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বের একশ’টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা।

সংক্রমণের মধ্যেই বেশ কয়েকটি দেশ বিধিনিষেধে শিথিলতা আনছে। ফলে সেখানে আবারও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করেছে সংস্থাটি। সোমবার জাতিংঘের স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, বিশ্বে নতুন করে সংক্রমণ শুরু হতে পারে।

তিনি বলেন, ‘চলতি সপ্তাহেই আমেরিকাসহ বিশ্বের অনেক দেশেই ১০ লাখের মতো মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। ইউারোপে প্রচুর আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আমাদের বুঝতে হবে এই মহামারী এখনই শেষ হচ্ছে না’।  

গত সপ্তাহেই আফ্রিকার ডব্লিউএইচও’র পরিচালক ড. মাতসিদিসু মোয়েতি বলেন, ‘প্রতি তিন সপ্তাহ পরপরই কোভিডে আক্রান্তের হার বাড়ছে’।

রাশিয়ায় প্রতিদিনই এখন করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড গড়ছে। মঙ্গলবার দেশটিতে ৭৩৭ জন মারা গেছে। 

স্পেন, ইতালিসহ অনেকে কয়েকটি দেশে মাস্ক পড়ায় বাধ্যতা থাকছে না। সতর্কবার্তার মধ্যেই যুক্তরাজ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে বরিস জনসনের সরকার। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে স্বাভাবিক জীবনে ফেরাকে ভুল পদক্ষেপ মনে করেন বিশেষজ্ঞরা।