১২০০ মাইল পাড়ি দেওয়া বাঁদুড় বিড়ালের হামলায় নিহত

লন্ডন থেকে রাশিয়ায় ১২০০ মাইল পাড়ি দেওয়ার রেকর্ড করা বাঁদুড় একটি বিড়ালের হামলায় নিহত হয়েছে। নাথুসিয়াস পিপিসট্রেল নামের নারী বাঁদুড়টির আকার মানুষের বৃদ্ধাঙ্গুলির আকারের মতো। রাশিয়ার পেসকভ অঞ্চলে বাঁদুড়টি পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বাঁদুড়টির ডানায় লন্ডন চিড়িয়াখানার প্রতীক ছাপা রয়েছে। বাঁদুড় পুনর্বাসন গোষ্ঠী এটিকে উদ্ধার করলেও পরে মৃত্যু হয়।

এটিই ব্রিটেন থেকে ইউরোপে কোনও বাঁদুড়ের সবচেয়ে দীর্ঘ ভ্রমণ। ব্রিটেনে বাঁদুড়ের ভ্রমণের সব রেকর্ড এটি ভেঙে দিয়েছে।

বাঁদুড়টির ওজন মাত্র ৮ গ্রাম। স্ভেতলানা লাপিনা নামের রুশ বাসিন্দা মলগিনো গ্রামে এটিকে দেখতে পান। পরে তা যুক্তরাজ্যের ব্যাট কনজারভেশন ট্রাস্টকে অবহিত করা হয়।

সংস্থাটির প্রধান লিসা ওরলেজ জানান, এটি অনন্য ভ্রমণ। ব্রিটেন থেকে ইউরোপজুড়ে বাঁদুড়ের সবচেয়ে দীর্ঘ ভ্রমণ এটি।

তবে এরচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়ার রেকর্ড রয়েছে আরেকটি বাঁদুড়ের। ২০১৯ সালে লাটভিয়া থেকে স্পেনে যেতে একটি বাঁদুড় ১ হাজার ৩৮২ মাইল পাড়ি দিয়েছিল।