ছয় সন্তান থাকার কথা স্বীকার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথমবারের মতো স্বীকার করেছেন তার ছয় সন্তান রয়েছে। একথা স্বীকার করে একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাকে অনেক নেপি পাল্টাতে হয়। মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বরিস জনসন অতীতে নিজের জটিল ব্যক্তিজীবন প্রশ্নের জবাব দেওয়া এড়িয়ে গেছেন। এর আগে দুইবার তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। পরকীয়া সম্পর্কে এক মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু যখন এনবিসি’র সাক্ষাৎকার গ্রহীতা তার ছয় সন্তান রয়েছে বলার পর জনসন জবাব দেন, হ্যাঁ।

স্ত্রী ক্যারি জনসনের সঙ্গে তার এক বছরের এক ছেলে উইলফ্রেড রয়েছে তার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে সন্তান থাকাকে দারুণ বলে উল্লেখ করেছেন। দাবি করেছেন, তিনি অনেক নেপি বদলান। এই দম্পতি আরেক সন্তানের অপেক্ষায় রয়েছে।

দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হুইলারের সঙ্গে জনসনের চার প্রাপ্ত বয়স্ক সন্তান রয়েছে। এছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে এক কন্যা সন্তান আছে।