থুনবার্গের হতাশা বুঝতে পারছেন প্রিন্স চার্লস

যুক্তরাজ্যের প্রিন্স চার্লস বলেছেন তিনি গ্রেটা থুনবার্গ এবং অন্য পরিবেশবাদী অ্যাক্টিভিস্টদের হতাশা বুঝতে পারছেন। বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন ইস্যুতে কেবল কথাই বলে যাচ্ছেন কিন্তু এর বিপর্যয়গত প্রভাব ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬ সামনে রেখে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ৭২ বছর বয়সী প্রিন্স চার্লস বলেন, তিনি বুঝতে পারছেন রাজনীতিবিদদের নিষ্ক্রিয়তার মুখোমুখি হয়ে কেন আন্দোলনকারীরা সরাসরি ব্যবস্থা নেয়।

সোমবার বিবিসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রিন্স চার্লস বলেন, ‘তারা কেবল কথাই বলে। আর সমস্যা হলো বাস্তবে ব্যবস্থা নেওয়া।’ তার এই মন্তব্য প্রতিফলিত হয়েছে গত মাসে ইতালিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইয়োথ ফর ক্লাইমেট অনুষ্ঠানে গ্রেটা থুনবার্গ এবং অন্য তরুণ আন্দোলনকর্মীদের বক্তব্যে। ওই অনুষ্ঠানে থুনবার্গ অভিযোগ করেন, গত ৩০ বছর ধরে নেতারা কেবল ব্লা, ব্লা, ব্লা করে গেছেন।

প্রিন্স চার্লস বলেন, ‘এসব তরুণেরা মনে করেন কিছুই হচ্ছে না, ফলে তারা হতাশ হয়ে পড়ছেন। কিন্তু এতে কাজ হবে না।’ তিনি বলেন, এই হতাশাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। মানুষকে বুঝতে হবে এসব তরুণ কতোটা হতাশ।

কপ-২৬ সম্মেলনে রানি এলিজাবেথ এবং প্রিন্স উইলিয়ামের সঙ্গে যোগ দেবেন প্রিন্স চার্লস। তিনি সরকারগুলোকে ব্যবসায়িক প্রধান এবং ব্যক্তিগত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জলবায়ু সংকট নিয়ে কাজের আহ্বান জানান।