ব্রিটিশ এমপি হত্যায় অভিযুক্ত যুবক

ব্রিটেনের এমপি ডেভিড অ্যামেস হত্যায় অভিযুক্ত সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আলী হারাবি আলী। স্কটল্যান্ড ইয়ার্ডের কাউন্টার টেররিজম কমান্ডের তদন্তের পর ওই হত্যাকাণ্ডে তাকে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউটর সার্ভিস জানায়, অভিযুক্ত আলীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইন ২০০৬-এর ৫ ধারায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ আনা হয়েছে।

গত (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে বৈঠকের সময় হামলার শিকার হন ৬৯ বছর বয়সী ডেভিড অ্যামেস। এসেক্সের বেলফেয়ার্স মেথোডিস্ট গির্জায় নির্বাচনি সভায় হামলার ঘটনা ঘটে। ডেভিড অ্যামেসকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। 

ওই ঘটনার পরই ঘটনাস্থল থেকে ছুরিসহ ২৫ বছর বয়সী ঘাতক আলীকে আটক করে পুলিশ। ডেভিড অ্যামেস ছুরিকাঘাতে হত্যাকাণ্ডে ‘সন্ত্রাসবাদ আইন’-এ গ্রেফতার দেখানো হয় তাকে।

এমন হত্যাকাণ্ডে নিন্দার ঝড় বয়ে যায় যুক্তরাজ্যে। এমপিদের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও প্রতিশ্রুতি দেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।