লিভারপুলের বিস্ফোরণকে সন্ত্রাসবাদী ঘটনা ঘোষণা

যুক্তরাজ্যের লিভারপুলের নারী হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণের ঘটনা হিসেবে ঘোষণা দিয়েছে পুলিশ। রবিবার হাসপাতালটির প্রবেশপথের কাছে একটি ট্যাক্সি বিস্ফোরিত হয়। এতে আরোহী নিহত এবং চালক আহত হয়।

ট্যাক্সি চালক ডেভিড পেরিকে বীর ঘোষণা দিয়েছেন লিভারপুলের মেয়র জোয়ানে অ্যান্ডারসন। সন্দেহভাজন হামলাকারীকে গাড়িতে আটকে ফেলায় এই ঘোষণা দিয়েছেন মেয়র। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবাদ আইনে শহরটি থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

নর্থ ওয়েস্ট কাউন্টার টেরোরিজম পুলিশের প্রধান রাস জ্যাকসন বলেছেন, ট্যাক্সির যাত্রী বিস্ফোরক দ্রব্য বহন করছিলেন আর তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। সহকারি প্রধান কনস্টেবল জ্যাকসন বলেন, পুলিশ হামলাকারীর পরিচয় জানে তবে এই মুহূর্তে তা প্রকাশ করা হবে না।

বিস্ফোরণের পর সোমবার বিকেলে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।