যে দোকান থেকে টিকিটটি বিক্রি হয়েছে তার মালিক জানান, ধোওয়ার কারণে টিকিটের অবস্থা খুব খারাপ। তবে কোম্পানির নিশ্চয়ই ক্ষমতা আছে টিকিট পরীক্ষা করে দেখার।
লটারির ওই টিকিটটি উস্টার শহরের একটি দোকান থেকেই বিক্রি হয়েছে বলে নিশ্চিত কোম্পানি। তবে ঠিক কোন দোকান থেকে ওই টিকিট বিক্রি হয়েছে তা কোম্পানি নিশ্চিত করবে। তখন বিজয়ীকে খুঁজে পাওয়া সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। বিজয়ী লটারির নম্বরটি হচ্ছে ২৬, ২৭, ৪৬, ৪৭, ৫২ ও ৫৮।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি দাবি করেন যে তার কাছে বিজয়ী টিকিটটি ছিল কিন্তু সেটা হারিয়ে গেছে, কিংবা চুরি হয়েছে অথবা কাপড় ধোওয়ার সময় ওটা পকেটে থাকায় নষ্ট হয়ে গেছে তাহলে ৩০ দিনের মধ্যে তাকে কোম্পানির কাছে দাবি করতে হবে। সূত্র: বিবিসি বাংলা।
/এএ/