নতুন গাছের নাম ‘ডিক্যাপ্রিও’

হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে একটি নতুন গাছের নামকরণ করা হয়েছে। যুক্তরাজ্যের রয়্যাল বোটানিক গার্ডেনস, কেউ-এর বিজ্ঞানীরা বনাঞ্চল রক্ষায় সহযোগিতার জন্য তাকে সম্মানীত করতে এই নামকরণ করেছেন।

গাছটির আনুষ্ঠানিক নাম হলো উবারিওপসিস ডিক্যাপ্রিও। এটি শুধু ক্যামেরুন বনে জন্মায়। অসাধারণ জীববৈচিত্র্যের জন্য বনটি পরিচিত।

প্রতিষ্ঠানটির ড. মার্টিন চিক বলেন, এবো বনের কাঠচোরাই থামানোতে সহযোগিতায় ডিক্যাপ্রিওর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এই গাছটির নামকরণ করা হয়েছে ডিক্যাপ্রিও

এবো বনটির গাছ কাটা নিয়ে যখন বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেন তখন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ক্যামেরুনের সরকারের একটি চিঠি পাঠিয়েছিলেন। ইস্যুটিতে সাড়া দেন ডিক্যাপ্রিও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরব হন। তাতে সাড়া দেন তার অসংখ্য ভক্ত-সমর্থক। পরে সরকার সিদ্ধান্ত থেকে সরে আসে।

কিউ বিজ্ঞানীরা এই বছরই গাছটির নাম ডিক্যাপ্রিও হিসেবে বৈজ্ঞানিক জার্নাল পিয়ারজে-তে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।