পার্লামেন্টে চীনা গুপ্তচরের অনুপ্রবেশ ঘটেছে: এমআইফাইভ

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ দেশটির এমপিদের সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের জন্য চীনের একজন গুপ্তচর পার্লামেন্টে অনুপ্রবেশ করেছে। গোয়েন্দা সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, ক্রিস্টিন চিং কুই লি বর্তমান ও ভবিষ্যৎ এমপিদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির যোগাযোগ স্থাপন করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ক্রিস্টিন চিং কুই লি রাজনীতিকদের তহবিলে অর্থ দান করেছেন। যে অর্থ এসেছে চীনা ও হংকংয়ের বিদেশি নাগরিকদের কাছ থেকে।

হোয়াইট হল সূত্র জানিয়েছে, এমআইফাইভ-এর দীর্ঘদিনের পরিচালিত গুরুত্বপূর্ণ তদন্তে এসব তথ্য উঠে এসেছে।

লি’র অর্থ গ্রহণ করা একজন এমপি হলেন লেবার পার্টি ব্যারি গারডিনার। লি’র কাছ থেকে পাঁচ বছরে ৪ লাখ ২০ হাজার পাউন্ড পেয়েছেন তিনি। তবে গার্ডিনার জানিয়েছেন, এই অর্থ গ্রহণের বিষয়ে তিনি সবসময় এমআইফাইভকে অবহিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিদেশি হস্তক্ষেপ শনাক্ত করতে যুক্তরাজ্যের পদক্ষেপ সুনির্দিষ্ট করা আছে।