‘মুসলিম’ হওয়ায় মন্ত্রিত্ব হারাই: সাবেক ব্রিটিশ মন্ত্রী

শুধু মুসলমান হওয়ার কারণে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী নুসরাত গনি। সানডে টাইমসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২০ সালে তাকে বরখাস্ত করা হয়। এর জবাব চাইলে কনজারভেটিভ পার্টির চিফ হুইপ মার্ক স্পেন্সার মুসলিম ধর্মকে সমস্যা হিসেবে কারণ দেখান।

নুসরাতের এমন অভিযোগ রীতিমতো অস্বীকার করে একে মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেছেন করজারভেটিভ পার্টির চিফ হুইপ।

এদিকে নুসরাতের বরখাস্তের এমন ঘটনা সামনে আসায় তদন্তের দাবি জানিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার নাদিম জাহাভি।

নুসরাত গনি ২০১৮ সালে পরিবহণ বিভাগে মন্ত্রী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২০ সালে প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের মন্ত্রিসভায় রদবদল হলে দায়িত্ব হারান তিনি।

নুসরাত গনি সানডে টাইমসকে বলেন, ‘মুসলিম নারী পরিচয় সহকর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি করছিল।’  তখন তার ক্যারিয়ার হুমকিতে পড়ে যাওয়ায় বিষয়টি এড়িয়ে যান বলে মন্তব্য করেন নুসরাত।

ব্রিটেনের শিক্ষামন্ত্রী জাহাভি বলেন, কনজারভেটিভ পার্টিতে ইসলামবিদ্বেষের কোনও স্থান নেই। অভিযোগ সঠিকভাবে তদন্ত করে বর্ণবাদের শেকড় তুলে ফেলতে হবে।