প্রধানমন্ত্রী বরিসের পদত্যাগের দাবি আরেক আইনপ্রণেতার

করোনায় লকডাউনের বিধি ভেঙে একাধিক পার্টি আয়োজনে বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইতোমধ্যে তার পদত্যাগের দাবিতে সরকারের পাঁচ উপদেষ্টা পদত্যাগ করেছেন। এবার বরিসের পদত্যাগের দাবি তুলছেন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা নিক গিব।

তিনি বলেন, করোনার বিরুদ্ধে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করে আমরা এবং বিশ্ব নতুন মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। সেখানে ডাউনিং স্ট্রিট স্পষ্টভাবে সেই নিয়মগুলো উপেক্ষা করেছে।

গিব যুক্তরাজ্যের সাবেক স্কুল মন্ত্রী ছিলেন। তিনি এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব পালন করেছেন। এই আইনপ্রণেতা ১৯২২ কমিটির চেয়ারম্যারন স্যার গ্রাহাম ব্র্যাডির কাছে অনস্থার চিঠিও জমা দিয়েছেন বলে জানিয়েছে ডেইলি টেলিগ্রাফ।

এর আগে ২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী ব‌রিস জনস‌নের পাঁচ উপ‌দেষ্টা একে একে পদত্যাগ করেন। সর্বশেষ শুক্রবার অপরা‌হ্নে পদত্যাগ ক‌রেন এলেনা নারোজান‌স‌কি। মাত্র একদিনের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউনিং স্ট্রিটের উপদেষ্টাদের এই পদত্যাগে রাজনী‌তিতে নতুন নাটকীয়তার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

জনসনের পার্টিকাণ্ড নিয়ে এখন লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তদন্ত করে দেখছে। প্রশাসনিক তদন্তেও দেখা গেছে, জনসন পার্টি করেছেন। তারপর এই সহকারীরা পদত্যাগ করলেন। সূত্র: দ্য গার্ডিয়ান।