ব্রিটিশ এমপি স্যার ডেডিভ হত্যায় ঘাতকের যাবজ্জীবন

ব্রিটে‌নে নিজ কার্যাল‌য়ে ছু‌রিকাঘাতে ব্রিটিশ পার্লা‌মে‌ন্টের এম‌পি স্যার ডে‌ভিড এমিস‌কে হত্যার ঘটনায় ঘাত‌ককে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। বুধবার ( ১৩ এ‌প্রিল) দুপু‌রে ব্রিটে‌নের ওল্ড বেইলি আদালত এ রায় দেন।

গত বছ‌রের অক্টোব‌রে ৬৯ বছর বয়সী ডেভিড এ‌মিস এ‌সে‌ক্সের  নির্বাচনি এলাকার নিজ অ‌ফি‌সে দর্শনার্থী‌দের সাক্ষাৎ দেওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন।

এ‌সেক্স পু‌লি‌শ এ ঘটনায় ছু‌রিসহ একজন‌কে গ্রেফতার ক‌রে‌। গ্রেফতারকৃত আলী হারা‌বি আলী দীর্ঘদিন এমিসের গতি‌বি‌ধিতে লক্ষ্য রাখার পর তা‌কে হত্যার প‌রিকল্পনা ক‌রে ব‌লে আদাল‌তে স্বীকা‌রো‌ক্তি দেয়।

ব্যক্তি জীবনে স্যার ডেভিড এমিস চার কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।

শুনানির সময় আদালতের বিচারক জাস্টিস সুইনি বলেন, এই হত্যাকাণ্ড আমাদের গণতন্ত্রের হৃদপিণ্ডে আঘাত করেছে।

স্যার ডেভিডের পরিবার এক বিবৃতিতে বলেছে, যা ঘটেছে তা মন্দকে ছাড়িয়ে গেছে।

উত্তর লন্ডনের কেন্টিশের বাসিন্দা আলী আদালতকে আরও জানায়, ব্রিটেনের কেবিনেট মন্ত্রীসহ বেশ কয়েকজন এমপিকে টার্গেট করার পরিকল্পনা ছিল তার।

বিচারে সে আরও জানায়, সিরিয়ায় বিমান হামলার পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের ওপর প্রতিশোধ নেওয়া ইচ্ছা থেকে হামলা চালিয়েছে।