পুতিন নারী হলে ইউক্রেনে আগ্রাসন চালাতেন না: বরিস জনসন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতেন না বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, এই ‘পাগলাটে, পুরুষালি’ আগ্রাসন ‘বিষাক্ত পৌরুষপূর্ণতার যথাযথ উদাহরণ’।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের আগে এমন মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই সম্মেলনে ভবিষ্যত হুমকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন মিত্ররা। মাদ্রিদের এই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিত্র দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তাগাদা দেবেন।

ধনী দেশগুলোর গ্রুপ জি৭ সম্মেলনে বক্তব্য রাখার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জার্মান সম্প্রচারমাধ্যম জেডিএফকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি লিঙ্গসমতা ও শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন। জনসন বলেন, ক্ষমতার অবস্থানগুলোতে আরও বেশি নারী প্রয়োজন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘পুতিন যদি নারী হতেন, নিশ্চিতভাবেই তিনি তা নন, কিন্তু যদি হতেন, তাহলে সত্যিই আমি মনে করি তিনি এই পাগলাটে পৌরুষপূর্ণ আগ্রাসী যুদ্ধ এবং সহিংসতায় এভাবে জড়াতেন না।‘ তিনি আরও বলেন, ‘আপনারা যদি বিষাক্ত পৌরুষের কোনও যথাযথ উদাহরণ চান তাহলে ইউক্রেনে তিনি যা করছেন সেটাই তা’।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জি৭ নেতারা ‘মরিয়াভাবে’ ইউক্রেন যুদ্ধের অবসান চান তবে এখনই কোনও চুক্তির সম্ভাবনা নেই। তবে এই সম্মেলনের মাধ্যমে নেতারা চুক্তির কাছাকাছি যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

জনসন বলেন, পশ্চিমকে অবশ্যই ইউক্রেনের সামরিক কৌশলকে সমর্থন করতে হবে। এতে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘সবচেয়ে ভালো অবস্থানে’ থাকার সুবিধা পাবেন বলে জানান তিনি।

সূত্র: বিবিসি