উইন্ডসর প্রাসাদে রানির মরদেহ

ওয়েস্টমিনস্টার অ্যাবির পর রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বহনকারী কফিন উইন্ডসর প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছে। কফিন বহনকারী শবযান প্রাসাদের গেট পেরিয়ে ভেতরে ঢুকে যাবার আগে সাধারণ মানুষের জন্য স্বচক্ষে কফিনটি দেখার এটিই ছিল শেষ সুযোগ। কারণ ভেতরে আর সাধারণ মানুষের কোনও প্রবেশাধিকার নেই।

রাজপরিবারের সদস্য, রানির ব্যক্তিগত স্টাফ ও আমন্ত্রিতরাই শুধু উইন্ডসর প্রাসাদের আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে টেলিভিশনের মাধ্যমে এটি দেখার সুযোগ পাবে সাধারণ দর্শনার্থীরা।

এর আগে ওয়েস্টমিনস্টার অ্যাবি থেকে উইন্ডসর প্যালেসে রানির কফিন নিয়ে যাওয়ার সময় রানির শবযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় করে হাজার হাজার মানুষ।

উইন্ডসর অভিমুখী শবযাত্রার পেছনে একটি গাড়িতে ছিলেন কুইন কনসোর্ট ক্যামিলা এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথারিন। তাদের সামনে ছিলেন রাজা চার্লস এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরা। তারা কফিনের পেছনে পেছনে হাঁটেন। ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এবং কাউন্টেস অব ওয়েসেক্স সোফি দ্বিতীয় একটি গাড়িতে করে যান। রাজকীয় কানাডিয়ান মাউন্টেড পুলিশের দল শবযাত্রার একেবারে সামনের দিকে ছিল।

রানির শেষকৃত্যে অংশ নিতে ইতোমধ্যেই যুক্তরাজ্যে পৌঁছেছেন ৫০০ জনেরও বেশি রাষ্ট্র বা সরকারপ্রধান এবং বিদেশি নেতারা। এদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের মতো নেতারা রয়েছেন।

ডেনমার্ক, ভুটান, জাপান, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্যরাও রানির শেষকৃত্যে অংশ নিচ্ছেন। সূত্র: বিবিসি।