ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না: ওবামা

রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসিয়ান ইকোনমিক সামিটে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবামা বলেন, আমি এটা বিশ্বাস করি যে, ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না। এই বিশ্বাসের কারণ হচ্ছে মার্কিন জনগণের প্রতি আমার আস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের মানুষ ট্রাম্পের মতো কাউকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন না।

ওবামা বলেন, ভোটাররা তাকে বেছে নেবে না। কারণ তারা জানেন, প্রেসিডেন্ট হওয়া অনেক দায়িত্বপূর্ণ কাজ। এটা কোনও টক শো বা রিয়েলিটি শো না। কোনও প্রচারণা বা বিপণন কৌশলও না; এটা অনেক কঠিন কাজ। আজেবাজে কিছু করে খবরের শিরোনাম হওয়া আর প্রেসিডেন্ট হওয়া এক নয়।

noname

ওবামা বলেন, বিদেশি পর্যবেক্ষকদের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রিপাবলিকান পার্টির প্রচারণায় জলবায়ু বিষয়ে তাদের অবস্থান এবং মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষিদ্ধ করার প্রস্তাবে এমন উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে সাউথ ক্যারোলিনায় নির্বাচনি প্রচারণা থেকে ওবামার পাল্টা সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘ওবামা আমাদের অনেক পিছিয়ে দিয়েছেন। এতে তার সমালোচনা আমার জন্য প্রশংসা বলে মনে করছি।’

ডেমোক্র্যাট পার্টির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে অবশ্য এখন নিজের অবস্থান পরিষ্কার করেননি ওবামা। তবে তিনি বলেছেন, হিলারি ক্লিনটনের সঙ্গে তার রাজনৈতিক অবস্থানের অনেক মিল রয়েছে। হিলারি তার প্রশাসনে কাজ করেছেন এবং তিনি একজন চমৎকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সূত্র: বিবিসি।

/এমপি/