নিপীড়নের অভিযোগ, যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ

আচরণগত ত্রুটির অভিযোগ তদন্তের মধ্যেই (২১ এপ্রিল) শুক্রবার আকস্মিক পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ডমিনিক রাব। তার বিরুদ্ধে আচরণগত ত্রুটির অভিযোগ করে ব্রিটিশ সরকারের একাধিক কর্মী। এ নিয়ে গত এক মাস ধরে তদন্ত চলে। ইতোমধ্যে পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

শুক্রবার টুইটারে প্রকাশিত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে একটি চিঠিতে রাব বলেন, তার বিরুদ্ধে এ ধরনের তদন্ত একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। তারপরও বর্তমান সরকারের সমর্থনেই থাকবেন। 

ডমিনিক রাব আরও বলেন, আমি তদন্তের জন্য আহ্বান জানিয়েছিলাম। যদি এতে কোনও প্রকার আচরণের সমস্যা থেকে থাকে, তাহলে আমি পদত্যাগের উদ্যোগ নিয়েছি।

সদ্য উপ-প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করা রাবের বিরুদ্ধে আনা নিপীড়নের দু’টি অভিযোগ তদন্ত করে দেখার জন্য গত বছরের নভেম্বরে জ্যেষ্ঠ কর্মসংস্থান আইনজীবী অ্যাডাম টলিকে নিয়োগ দিয়েছিলেন সুনাক। রাবের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলে একটি প্রতিবেদনও জমা দেওয়া হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন তিনি।

তবে তদন্তে উঠে আসা বেশিরভাগ অভিযোগ অস্বীকার করেছেন রাব। তার পদত্যাগ নিয়ে ব্রিটিনের রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ৪৯ বছর বয়সী ডিমিনিক রাব ২০১৯ থেকে ২০২১ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।  সূত্র: আল জাজিরা, বিবিসি