‘ভবিষ‌্যতই ব‌লে দে‌বে জাইমা রহমান কতদূর যা‌বেন’

খা‌লেদা জিয়ার চি‌কিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস‌্য ডা. এজেডএম জা‌হিদ হো‌সেন বুধবার রা‌তে ব‌লে‌ছেন, ব্যারিস্টার জাইমা রহমা‌নের যুক্তরা‌ষ্ট্রে ‘৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক।

জাইমা রহমান বেগম খা‌লেদা জিয়া ও আমা‌দের প্রতি অত‌্যন্ত আন্তরিক ও যত্নশীল। শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তা‌রেক রহমা‌নের যোগ‌্য উত্তরসূরি হ‌তে যা‌চ্ছেন জাইমা রহমান।

বেগম খা‌লেদা জিয়ার আরও দুজন নাতনি আছেন। দে‌শের মানু‌ষের কষ্ট লাঘ‌বে জাইমা রহমা‌নের আগ্রহের কথা উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, 'ভ‌বিষ‌্যতই ব‌লে দে‌বে জাইমা রহমান কতদূর যা‌বেন।'

বুধবার রা‌তে লন্ড‌নে জাতীয়তাবাদী আইনজীবী ফোরা‌মের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখ‌তে গি‌য়ে ডা. জা‌হিদ এসব কথা ব‌লেন।

উল্লেখ্য, জাইমা রহমান দলীয় রাজনীতিতে সক্রিয় হ‌তে পারেন ও আগামী নির্বাচনে বিএন‌পি থেকে তারুণ্যের প্রতিনিধি হি‌সে‌বে দলীয় প্রার্থী হি‌সে‌বে অংশ নি‌তে পা‌রেন এমন আলোচনা রয়েছে বিএনপিতে।