যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৩

nonameযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি পর্যটক বাস দুর্ঘটনায় পতিত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৩০ জন আহত হয়েছেন। রবিবার ভোরে পাম স্প্রিংস শহরে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, তদন্তকারীরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। বাসটি লস অ্যাঞ্জেলস যাচ্ছিলো। উদ্ধারকারীরা সিঁড়ি ব্যবহার করে বাসের ভেতর প্রবেশ করে মৃতদেহ বের করেছেন। আহতদের মধ্যে ৫ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য লস অ্যাঞ্জেলস টাইমস দুর্ঘটনাটিকে ক্যালিফোর্নিয়ায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে। দ্রুত গতির বাসটি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পড়ে দুর্ঘটনা কবলিত হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনে দিকে বসা যাত্রীদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্ত করতে কয়েকদিন লেগে যেতে পারে। কারণ তাদের সঙ্গে পরিচয়পত্র ছিলো না এবং হাসপাতালে নেওয়ার সময় তাদের ব্যাগও হারিয়ে গেছে। সূত্র: বিবিসি।

/এএ/