জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিতে মার্কিন সিনেটে বিল

nonameইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি বিল উত্থাপিত হয়েছে। দেশটির তিন সিনেটর বিলটি উত্থাপন করেছেন। এই তিন সিনেটর হচ্ছেন টেড ক্রুজ, ম্যক্রো রুবিয়ো এবং ডিন হেলার। তারা ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

১১৫তম মার্কিন কংগ্রেসে শপথ গ্রহণের পরই তারা এ বিল উত্থাপন করেন।

গত দুই দশক ধরে সংখ্যাধিক্য রিপাবলিকানরা এ ধরনের চেষ্টা চালিয়ে এসেছেন। তবে এতোদিন ধরে তা ব্যর্থ হয়েছে। অবশ্য এবার তাদের এ তৎপরতার পেছনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে। নির্বাচনি প্রচারের সময় একাধিকবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূতাবাস পূর্ব আল-কুদস বা জেরুজালেমে সরিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ট্রাম্প।

মার্কিন সিনেট শেষ পর্যন্ত এ বিলের পক্ষে সিদ্ধান্ত নিলে তা হবে জাতিসংঘের নীতির বিপরীত। জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন, ফক্স নিউজ।

/এমপি/