যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কালো তালিকায় লাদেনের ছেলে হামজা

হামজা বিন লাদেনআন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সাবেক শীর্ষনেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে সন্ত্রাসীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি’র এক খবরে বিষয়টি জানা গেছে।
লাদেনের মৃত্যুর পর তার সহকারী মিসরীয় আয়মান আল-জাওয়াহিরি আল কায়েদার নেতৃত্ব নিলেও সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তা পাঠাতেন হামজা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের কালো তালিকায় হামজা বিন লাদেনকে বিশেষ ধরণের আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক হামজার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া যুক্তরাষ্ট্রের জুড়িসডিকশনের মধ্যে থাকা হামজার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে।
২০১১ সালে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার প্রচারণায় আসেন ২৫ বছরের হামজা। ২০১১ সালের লাদেন হত্যার অভিযানের সময় পাওয়া একটি চিঠির সূত্রে জানা গেছে, ওই সময় হামজা বাবার কাছে প্রশিক্ষণের সুযোগ চেয়েছিলেন যাতে করে তিনি ওসামাকে অনুসরণ করতে পারেন।
সিআইএ-র এক বিশ্লেষক ওই চিঠি পরীক্ষা করে জানিয়েছিলেন, ওই চিঠি লেখার আগে প্রায় ৮ বছর লাদেনের সঙ্গে হামজার দেখা হয়নি। সূত্র: এএফপি।
/এএ/