ন্যাটোর মিশনে যোগ দিতে জার্মানিতে কয়েকশ’ মার্কিন ট্যাংক

nonameপূর্ব ইউরোপে সামরিক জোট ন্যাটোর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে জার্মানিতে পৌঁছেছে কয়েকশ’ মার্কিন ট্যাংক, লরি ও সামরিক সরঞ্জাম। শুক্রবার জাহাজে করে এসব সামরিক সরঞ্জাম জার্মানিতে পৌঁছে। জার্মানিতে মার্কিন ট্যাংক মোতায়েনের ফলে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার দুটি জাহাজে করে জার্মানির উত্তরাঞ্চলের বন্দর ব্রেমেরহ্যাভেনে এসব মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যেই তৃতীয় ধাপে আরও সামরিক সরঞ্জাম পৌঁছাবে জার্মানিতে। এছাড়া আগামী দুই সপ্তাহে প্রায় ৪ হাজার মার্কিন সেনাও জার্মানিতে পৌঁছাবে।তবে এসব সেনারা প্রথমে পোল্যান্ডে মোতায়েন করা হবে। এরপর এস্টোনিয়া থেকে বুলগেরিয়া পর্যন্ত সাতটি দেশে ভাগ করে ছড়িয়ে দেওয়া হবে।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে পূর্ব ইউরোপে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো। তারই অংশ হিসেবে এই সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে।

ন্যাটোর এ পদক্ষেপটি রাশিয়ার প্রতি কোনও বার্তা কি-না জানতে চাইলে মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল টিমোথি ম্যাকগুইর সাংবাদিকদের বলেন, শান্তি বজায় সবচেয়ে ভালো উপায় হলো প্রস্তুতি নেওয়া। এটা শুধু শক্তি প্রদর্শন এবং এ অঞ্চল ও মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পালন।

যুক্তরাষ্ট্র ছাড়াও ন্যাটো সদস্য জার্মানি, কানাড ও ব্রিটেন আরও প্রায় ১ হাজার সেনা পাঠাচ্ছে। এসব সেনাদেরও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ এস্টোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াতে মোতায়েন করা হবে। সূত্র: আল-জাজিরা।

/এএ/