জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোর আলোচনা ‘মাত্র শুরু’: হোয়াইট হাউস

ইসরায়েলের তেল আবিবে থাকা মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারের বিষয়ে আলোচনা ‘মাত্র শুরু’ হয়েছে, বলে জানিয়েছে হোয়াইট হাউস। রবিবার হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বক্তব্যে একথা জানান। এর ফলে আরব বিশ্বের নেতারা ক্ষেপে যেতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারহোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, ‘দূতাবাস সরানোর বিষয়ে আমরা একেবারে প্রাথমিক আলোচনা করেছি।’ তবে তা ঠিক এই মুহূর্তেই সরিয়ে নেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

তেল আবিবে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ছাড়াও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। সাধারণত ইসরায়েলের পক্ষ থেকে জেরুজালেমকে বলা হয় ‘শ্বাশ্বত রাজধানী’, যদিও জেরুজালেমকে নিজের অংশ বলে দাবি করে আসছে ফিলিস্তিন। উভয়পক্ষ রাজনৈতিক, ধর্মীয় এবং ঐতিহাসিক ভাবে এই দাবির পক্ষে অনড়।

/এমও/