রেস্তোরাঁর ভিড়ের তথ্য জানাবে গুগল ম্যাপ

nonameগুগল ম্যাপ তাদের সেবায় নতুন একটি সুবিধা যুক্ত করেছে। এর ফলে প্রিয় কোনও রেস্তোরাঁয় কেমন ভিড় আছে তা সহজেই জানা যাবে।

গুগল ম্যাপ অ্যাপসের পপুলার টাইমস সুবিধা ২০১৫ সাল থেকেই চালু আছে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন স্থানে যাতায়াতের তথ্য সংগ্রহ করে গুগল ম্যাপ। এতে দেখা যায় প্রতি ঘণ্টায় কোনও রেস্তোরাঁ বা স্থানে মানুষের উপস্থিতি কেমন। আর তা দেখানো হয় একটি গ্রাফের মাধ্যমে। যে কোনও স্থান অনুসন্ধান করেও সেখানকার ভিড় সম্পর্কে ধারণা পাওয়া যেতো।

তবে পপুলার টাইমস সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে ফল জানাতো। এতে করে নির্দিষ্ট সময় বা বিশেষ কোনও অবস্থার তথ্য জানাতে পারত না। যেমন- কোনও জন্মদিনের উৎসবে ভিড় কেমন। তবে গত বছর নভেম্বর মাসে গুগল রিয়েল টাইম ডাটা যুক্ত করেছে গুগল ম্যাপে। ফলে এখন যে কোনও সময়ে ফোন থেকেই ভিড়ের তথ্য জানা যাবে।

আর  সর্বশেষ বৃহস্পতিবার আইওস –এর আপডেট রিলিজ পেয়েছে। তাতে নতুন একটি লাইভ বাটন যুক্ত করা হয়েছে। যাতে কোনও রেস্তোরাঁ, বাণিজ্যিক প্রতিষ্ঠান অথবা ডিপার্টমেন্টাল স্টোরের ভিড়ের তথ্য পাওয়া যাবে। এতে মন্তব্যও থাকবে কেমন ভিড় আছে তা নিয়েছে। সঙ্গে আরেকটি গোলাপী বাটন আছে যাত জানা যাবে, দোকান বা রেস্তোরাঁ পূর্ণ হওয়ার সময় কখন।

এছাড়া আগের মতোই, রেস্তোরাঁয় মানুষের সময় কাটানোর পরিমাণও জানা যেত। ফলে সব মিলিয়ে এটা দিয়ে এখন রাস্তায় ট্রাফিক জ্যাম সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব বলে জানিয়েছে ডিজিটাল ট্রেন্ডস নামক টেকবিষয়ক ওয়েবসাইট। সূত্র: ফরচুন।

/এএ/