ট্রাম্প প্রশাসনকে ‘বিশৃঙ্খল’ বলে সমালোচনা করলেন সিনেটর ম্যাককেইন

সিনেটর জন ম্যাককেইনডোনাল্ড ট্রাম্পের অন্যতম সমালোচক রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ট্রাম্প প্রশাসনকে বিশৃঙ্খল বলে উল্লেখ করেছেন। ম্যাককেইন বলেছেন, ট্রাম্প প্রশাসনের মিথ্যা থেকে সত্য আলাদা না করতে না চাওয়ার ইচ্ছার অনুপস্থিতি উদ্বেগজনক। শুক্রবার জার্মানির মিউনিখে এক নিরাপত্তাবিষয়ক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ম্যাককেইন বলেন, আমি মনে ফ্লিনের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে প্রশাসন এখনও বিশৃঙ্খল। তাদেরকে অনেক কাজ করতে হবে। প্রেসিডেন্ট নিজেও বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন তাও অনেক সময় সাংঘর্ষিক।

মার্কিন আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ম্যাককেইন বলেন, মার্কিন নাগরিকরা প্রতিদিনই স্বৈরতান্ত্রিক ও রোমান্টিকতাবাদের তোষামোদ প্রত্যক্ষ করছেন।

বক্তব্যে শরণার্থী, সংখ্যালঘু ও বিশেষ করে মুসলিমদের ওপর কঠোরতা আরোপের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। অবশ্য ভাষণে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী জন ম্যাথিসের প্রশংসাও করেছেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথম ইউরোপ সফরে জার্মানিতে অবস্থান করছেন ম্যাথিসও। এছাড়া ট্রাম্পের স্বরাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও এ সম্মেলনে যোগ দিয়েছেন। সূত্র: গার্ডিয়ান।

/এএ/